মিথ্যা সংবাদ ও সন্ত্রাসী সাকির অপকর্মের প্রতিবাদে ডুমুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ডুমুরিয়ার মান্দ্রা গ্রামের আব্দুস সামাদ গাজী তার পরিবারের সদস্যাদের নিয়ে সকাল ১০ টায় ডুমুরিয়া প্রেস ক্লাবে এলাকার একাধিক মামলার আসামী ও কুখ্যাত সন্ত্রাসী সাকি ইউনুসের অপকর্ম তুলে ধরে তার আসল মুখোশ উন্মোচন করে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে সামাদ গাজী বলেন , মান্দ্রা গ্রামের মৃতঃ দ্বীন মেহাম্মদের ছেলে সন্ত্রাসী সাকি ইউনুস অত্র এলাকার একটি আতংঙ্কিত নাম। তিনি ইতি মধ্যে এলাকার ঘের দখল,চাঁদাবাজি,নারী নির্যাতন,লুটপাটসহ নানা অপকর্মের সঙ্গে একাধিক মামলার আসামী ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। সাকুর বিরুদ্ধে পাইকগাছা থানায় মামলা নং -১৭, তারিখ ১৬/০৭/২০১৪, ও ডুমুরিয়া থানায় মামলা নং-১২ তারিখ ১২/০৮/২০১৫, মামলা নং-৭ তারিখ ০৫/০৭/২০২০, মামলা নং-১০ তারিখ ০৬/০৭/২০২০ সহ একাধিক মামলা বর্তমান চলমান রয়েছে। আমরা এলাকার শাম্তি প্রিয় লোক হইয়া বিভিন্ন সময় তার রোষানলে পড়েছি ।
আপনারা জেনে অবাক হবেন, তিন বছর পূর্বে আমার ছেলে মিঠুর নিকট থেকে সাকি ইউনুস ধার হিসাবে ৬০ হাজার টাকা গ্রহন করে । ঐ টাকা চাইতে গেলে গত ০৪/০৭/২০২০ তারিখে বেলা ১২ টার দিকে সন্ত্রাসী সাকি ইউনুস তার দলবল নিয়ে ফিল্মি ষ্টাইলে আমার পরিবারের উপর হামলা চালায়। তার হাত থেকে আমার পরিবারের সদস্যরা ছাড় পায়নি। এ ঘটনার পরের দিন থানায় মামলা দায়ের করি মামলা নং-০৭। এর পর মামলা তুলে নেওয়ার জন্য এলাকা ছাড়ার জন্য হুমকি ধামকি দিতে থাকে। এবং আমাদের উপর নেমে আসে সীমা হীন অত্যচার। তিনি কথায় নয় কাজেই তাহা প্রমাণ করলেন সন্ত্রাসী সাকি ইউনুস।
এক দিন যেতে না যেতেই গত ০৫/০৭/২০২০ তারিখ বিকাল ৬ টার দিকে আমার বড় ছেলে জিয়াউর রহমান ও প্রতিবেশী ইউনুস মোল্ল্যাকে নির্জনে পেয়ে আমাদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সন্ত্রাসী সাকি ইউনুস তার সহযোগি লিটন বিশ্বাস, গোলাম সরোয়ার,জুয়েল বিশ্বাস,আব্বাস মোল্ল্যাসহ ২০/২৫ জন দেশীয় অস্ত্র, রাম দা, শাবল,লাঠিসোটা ও অন্যান্য সরমজমাদি হত্যার উদ্যেশে মুখ বেঁধে জিয়াউর রহমানের উপর হামলা চালানো হয়। এ সময় জিয়াউর রহমান রক্তাক্ত অবস্হায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে ।
এর তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তারদের মন্তব্য তাকে হত্যার উদ্যেশ্যই তার উপর এ হামলা করা হয়। এ ঘটনায় ০৬/০৭/২০২০ তারিখে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি কারাগারে। এর পরও থেমে নেই তার বাহিনী সন্ত্রাসী তান্ডবে তাদের হুমকিতে এলাকা ছাড়তে হয়েছে আমার পরিবার ও ঘটনার সাক্ষীগণের। শুধু এ নয় এর আগেও অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে সামাদ গাজী লিখিত বক্তব্যে বলেন। তিনি বলেন আপনারা সাংবাদিক আপনাদের লেখনির মাধ্যমে সন্ত্রাসী সাকি ইউনুসের শাস্তি হোক এটায় কামনা করি।বক্তব্য শেষে সাংবাদিকগণদের সত্য ঘটনা লেখার উদাত্ব আহবান ও ধন্যবাদ জানিয়ে তার লিখিত
Please follow and like us: