তালার হাজরাকাটি পাবলিক লাইব্রেরি টাকার অভাবে হচ্ছে না মেরামত
সাতক্ষীরা জেলার তালা উপজেলার হাজরাকাটী বাজারে এই পাবলিক লাইব্রেরীটি ২০০৮ সালে প্রতিষ্টিত। ঘূর্ণিঝড় আম্ফানে ভেঙ্গে যায় ফলে আসবাব পত্র সহ প্রায় দুই শতাধিক মুল্যবান বই নষ্ট হয়ে গেছে ।এখন পাবলিক লাইব্রেরী অবস্থা খুবই খারাপ ।
নিজেদের উদ্যোগে লাইব্রেরীটি পুনঃরায় সংস্কারের কিছু কাজ করা হচ্ছে কিন্তু অবশিষ্ট কাজ অর্থের অভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না , অর্থের অভাবে ঘরের উপরে ছাউনি দিতে পারছেন না বলে জানিয়েছেন লাইব্রেরী কর্তৃপক্ষ ।
হাজরাকাটী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমদ আলী মোড়ল জানান যে। প্রতিদিন এখানে সন্ধ্যার সময় মানুষ এসে পত্রিকা এবং বিভিন্ন বই পড়তো, বাজারে চা দোকানে আড্ডা না দিয়ে এখানে এসে বসতো, কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে কোন ভাবে বসা সম্ভব হচ্ছে না আমাদের কাছে তেমন কোন অর্থ নাই যে সেটা দিয়ে মেরামত করবো এলাকা বাসির কাছ থেকে কিছু বাঁশ এনে এই প্রর্যন্ত টিক করছি, এখন উপরে ছাউনি দিলে সবাই বসতে পারবে ।
এমতস্থায় এলাকার বিত্তবান মানুষের এবং তালা উপজেলা নির্বাহী অফিসার ও সাতক্ষীরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
Please follow and like us: