তালায় কিন্ডারগার্টেন এর শিক্ষক ও কর্মচারিদের মানব বন্ধন
কোভিড-19 এর মহামারি কারণে মানবেতর জীবন যাপন থেকে উত্তোরনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আর্থিক সহয়তা কামনা করে। সাতক্ষীরা জেলার তালা উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে আজ ১১ জুলাই ২০২০ সকাল ১১ টায় তালা উপজেলা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করা হয়।
মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক, আব্দুর রহমান আদর্শ একাডেমী।তিনি তার বক্তব্যের মাঝে বলেন যে, কোভিড 19 এর জন্য সারা দেশ আজ ভয়াবহ বিপদের মেধ্য দিয়ে যাচ্ছে। যার কারণে আজ পুরো দেশ লকডাউন, এর ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি বিপদে আছে কিন্ডার গার্টেন স্কুলগুলো। স্কুল বন্ধার কারণে কোন রকম বেতন ভাতাদি পাচ্ছি না । অনণ্যা সকল প্রতিষ্ঠান সরকারি সাহায্য সহযোগিতা পেলেও পাচ্ছি না আমরা। মাননিয় প্রধান মন্ত্রি নিকট আমাদের আবেদন আমরা যেন দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি যেন তিনি তার ব্যবস্থা করেন।আরো বক্তব্য রাখেন, দিলিপ ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক, পােটকেশ্বরি শিশু বিদ্যাপীঠ, মোঃ শিমুল বিল্লা বাপ্পি, অধ্যক্ষ পিটিডি একাডেমী, ষাধারণ সম্পাদক তালা উপজেলা কিন্ডারগার্টন, নুর ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমীন একাডেমী, সভাপতি তালা উপজেলা কিন্ডারগার্টন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
Please follow and like us: