কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের ভেঙ্গেপড়া কালভার্টটি সংস্কার করলেন সাবেক চেয়ারম্যান সাগর
অবশেষে কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের ভেঙ্গেপড়া কালভার্টটি সংস্কারের উদ্যোগ নিলেন সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর। সোমবার (৬ জুলাই) বিকালে তিনি স্ব-প্রণেদীত হয়ে হাজার হাজার যাত্রী সাধরণের ভোগান্তি লাঘবে নিজ খরচে পাইপ বসিয়ে সর্ব সাধরনের চলাচলের উপযোগী করে দিলেন। কয়েক মাস যাবৎ উপজেলার মধ্যে অতি জনগুরুত্বপূর্ণ এ সড়কের হোগলা মোড় সংলগ্নের কালভার্টটি ভেঙ্গে যায়। দিনেরপর দিন কালভার্টটি ভাঙতে ভাঙতে সকল যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও সংস্কারে কেউ এগিয়ে না এলেও বিষ্ণুপুর ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর স্থানীয়দের সাথে নিয়ে পাইপ বসানোর মহৎ কাজটি সম্পন্ন করে জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করলেন। এই সড়কটি দিয়ে তিন উপজেলার মানুষ চলাচল করে থাকেন। কাশিমাড়ি, প্রতাপনগর, পাখিমারা, পদ্মপুকুর, আনুলিয়া, শ্রীউলা, দঃ শ্রীপুর ও চাম্পাফুলের একাংশ, কৃষ্ণনগর, বিষ্ণুপুর এলাকার জনসাধারণ চলাচল করে থাকেন। বেশ কিছুদিন যাবৎ অনেক কষ্টের মধ্যদিয়ে যাতায়াত করলেও সোমবার বিকাল থেকে জনমনে স্বস্তি ফিরে এসেছে। যাত্রী সাধারন চলাচল করছে নির্বিঘ্নে।
উল্লেখ্য যে, চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। তিনি প্রয়াত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাকির আহম্মদের ভাইপো, প্রয়াত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ উদ্দীনের পুত্র ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের ছোট ভাই।
Please follow and like us: