সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি সদস্য’র দূর্ণীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়নের ইউপি সদস্যের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
রোববার (৫ জুলাই) সকালে উক্ত এলাকার উজাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়, এই ইউপি সদস্য মনিরুজ্জামান মনো বিরুদ্ধে মৃত ব্যক্তির টাকা আত্মসাৎ করা, টাকার বিনিময়ে অবিবাহিত মহিলাকে বিধবা ভাতা প্রদান, ৪০০০-৫০০০ টাকা নিয়ে সকল ধরনের কার্ড প্রদান ও একই বাড়িতে একাধিক কার্ড প্রদান, শীতের কম্বল না দিয়ে দোকানে বিক্রি, সরকারি কাজ দেওয়ার নামে ৩০০০-৫০০০ টাকা আত্মসাৎ, সরকারি কাজের কর্মসূচির টাকা জন প্রতি ২৮০০ টাকা করে আত্মসাত, সরকারি লোক নিয়ে নিজের পুকুর ও নিজেদের জমিতে ধান কাটা, সকলের আইডি কার্ড নিয়ে অনুদান নিজে ভোগ করাসহ সোলার, কল, পানির ড্রাম, কৃষকের ধান রাখার ড্রাম ও গরীবের সকল অনুদান আত্মসাৎ করা, সরকারি গমের টাকা আত্মসাৎ করা, রাস্তার কাজে শ্রমিকদের ২৫০ টাকা দেওয়ার কথা থাকলে ১৭০ টাকা প্রদান করা ও বিভিন্ন প্রজেক্টের টাকা আত্মসাৎ করার বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ডের সচেতন নাগরিক মোমিনুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদসভায় বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুনীল ঘোষ, সাধারণ সম্পাদক হরিদাস মন্ডল, ভুক্তভুগী মায়া রানী মন্ডল, সাবিনা খাতুন, রফিকুল ইসলাম, মুজিবুর রহমান, আলমগীর হোসেনসহ এলাকার শতাধিক আমজনতা।