বিনিময়—–হোসনে আরা রিতা
লেখক—
হোসনে আরা রিতা
ঐ নীল আকাশ
মেঘালয় ঝর্ণা ধারা,
দাঁড়িয়ে আছে খুব হৃদয়ের কাছে
আমি ধরতে চাই।
বিনিময় তুমি যা চাও
তাই দিব,
তুমি কি আমাকে একটু ভালোবাসা দিবে?
মুটি মুটি করে যেনো হৃদয় টা ভরে যায়।
গিরিপথ ভয়ংকর হাটি -হাটি পা পা করে
চলেছি হৃদয়ের কাছে,
তার গভীরতা শুনেছি অনেক
পৃথিবীর অর্ধেক সমান।।
তার তলদেশ যাব
সন্ন্যাসী আরাধনা না করে,
মধু খাব নৈকট্য লাভ করবো
কোনো বিনিময় না করে।
সত্যি বলছি আমি বিনিময়
তোমাকে চাই,
খুব কাছে
আমি ধন্য হবো ।
আশার প্রদীপ জ্বালাবো
দিবানিশি তোমাকে চাইবো,
বিনিময় তুমি কি নিবে আমার কাছে
যা চাইবে তা দিব আমি একটিবার তোমাকে চাই।
আমি হতে চাই পূর্ণিমার চাঁদ
ঝলমল করবে সারা অঙ্গখানিতে,
তুমি তৃপ্তি নিবে লুফে
বলবে আসো আসো কাছে আমার বাহুডোরে।
বিনিময় কিছু চাই না।
টলমল ভরা যুগল আঁখি
পলকেই তুমি আগলে নিলে,
কোনো শব্দ হলো না,
উতলা দেহ মন ।
Please follow and like us: