মেক্সিকোয় মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলা, নিহত ২৪
মেক্সিকোয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।
বুধবার রাতে দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের ইরাপুয়াতো শহরের একটি ড্রাগ রিহ্যাব সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রদেশের গভর্নর ডিয়েগো সিনহু রদ্রিগেজ এই ভয়াবহ হামলার খবর সম্পর্কে নিশ্চিত করেছেন। গত এক মাসে এই শহরে দ্বিতীয়বার এ ধরনের হামলা হলো।
পুলিশ জানিয়েছে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ঢুকে নির্বিচারে গুলি ছোঁড়ে হামলাকারীরা।
জানা গেছে, একটি লাল ট্রাকে করে সশস্ত্র হামলাকারী দল ঘটনাস্থলে পৌঁছে রোগীদের দিকে কয়েক দফা টানা গুলি ছোঁড়ে। এরপর তারা পালিয়ে যায়।
উল্লেখ্য, চরম সহিংসতা বন্ধের আশ্বাস দিয়ে ১৯ মাস আগে প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দায়িত্ব নেয়ার পর এটাই ছিল অন্যতম ভয়াবহ হামলা। গত বছর নরহত্যার রেকর্ড হয়েছিল দেশটিতে এবং ২০২০ সালেও তা কমার লক্ষণ নেই।
গত ৬ জুন ইরাপুয়াতোতে একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হন। এছাড়া গত বছরের আগস্টে একটি পানশালায় সশস্ত্র হামলায় নিহত হন ২৬ জন।