বুধহাটায় মৎস্য ঘেরে বিষ দিয়ে ৪ লাখ টাকার মাছ নিধন
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে নওয়াপাড়া গ্রামে নূর হোসেন গাজীর মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়।
নূর হোসেন নওয়াপাড়া গ্রামে ১৩ বিঘা জমিতে সাদা মাছের চাষ করে আসছেন। ঘটনার রাতে কে বা কারা মাছের ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ মরতে শুরু করে। ইশার নামাজের পর ঘের মালিক ঘেরে গিয়ে দেখেন মাছ ছটফট করতে। তার চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে পৌছলে রাতেই জাল টেনে কিছু মাছ ধরলেও কমপক্ষে ৪ লক্ষাধিক টাকার রুই, কাতলা, ট্যাবলেট, মৃগেল মাছ মরে যায়।
Please follow and like us: