আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হাতধোয়া উপকরণ স্থাপন
আশাশুনিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে হাতের স্পর্শ বিহীন হাত ধোয়ার উপরকণ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের মুল ভবনের মুখে এ উপকরণ স্থাপন করা হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ও ওয়াটার এইডের সহযোগিতায় রূপান্তর কোভিড-১৯ রেসপন্স প্রজেক্টের আওতায় ৯ হাজার ৫ শত টাকা ব্যয়ে উপকরণ স্থাপন করেছে। হাত ধোয়ার মাধ্যমে উপকরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপকরণের মধ্যে রয়েছে গেট বাল্ব, ২টি স্প্রিং, হ্যান্ড ওয়াশ, ডান পাশের প্যাডেলে চাপ দিলে পানি পড়বে, বাম পাশে চাপ দিলে হ্যান্ড ওয়াশ বের হবে। এভাবে হাতের স্পর্শ ছাড়াই আগত কর্মকর্তা ও সাধারণ মানুষ উপকরণ ব্যবহার করে উপজেলা অফিস কক্ষে প্রবেশ করতে ও বের হতে পারবেন। উদ্বোধন কালে ইউএনও মীর আলিফ রেজা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন ও সরকারি বিধি নিষেধ সঠিক ভাবে মানতে হবে। সামজিক দূরত্ব ১ থেকে ২ মিটার দূরত্ব মেনে চলা, মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ভাবে বাস্তবায়ন করতে হবে। কেউ খুবই প্রয়োজন ব্যতীত বাড়ি থেকে বের হওয়া যাবেনা। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। সরকার তথা আমরা সরকারি নির্দেশ মানার ব্যাপারে দায়িত্ব পালনে কাজ করছি, কিন্তু শুধু আমাদের নয় বরং সকলকে বিশেষ করে সচেতন মহলকে দায়িত্বশীল হতে হবে। গাফিলতি বা গুরুত্বহীনতার পরিচয় দেওয়ার মত কোন সুযোগ আমাদের হাতে নেই। এসময় রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার ইমরান হাসান, ইঞ্জিঃ সুজিত কুমার ভৌমিক, রবিউল ইসলাম, তনুশ্রী মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। কারিগরি সহযোগিতায় ছিলেন ইঞ্জিঃ সুজিত কুমার ভৌমিক। ইতিমধ্যে রূপান্তর আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে অনুরূপ উপকরণ স্থাপন করেছে। এছাড়া সদর ইউনিয়ন পরিষদ ও কাদাকাটি মহিলা গ্রুপে স্থাপন করা হবে।