সাতক্ষীরায় জয় মহাপ্রভু সেবক সংঘের উদ্যোগে উল্টো রথযাত্রা উদযাপিত
জয় মহাপ্রভু সেবক সংঘ সাতক্ষীরা জেলার উদ্যোগে উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক ব্যবহার করে ও সামাজিক দুরত্ব বজায় রেখে ৫টায় সাতক্ষীরা জেলা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি ডাঃ সুশান্ত ঘোষ, সেবক সংঘের সহ-সভাপতি নিত্যানন্দ আমিন, জিতেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক দাশ সনাতন চন্দ্র, বিকাশ চন্দ্র দাশ, প্রাণ নাথ দাশ, কার্তিক চন্দ্র বিশ্বাস, পলাশ দেবনাথ, নারায়ন অধিকারী, ডাঃ শাওন দাশ, মিলন বিশ্বাস, মহনান্ত দাশ, সুমন সাহা প্রমূখ। মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে অনুষ্ঠানে দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।