আশাশুনিতে মোবাইল কোর্টে রেণু পোনা আটক
আশাশুনিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ ড্রাম রেণু পোনা আটক করা হয়েছে। বুধবার (১ জুলাই) উপজেলার আনুলিয়া ইউনিয়নে এ আদালত পরিচালনা করা হয়।
ইউনিয়নের পাশের নদীতে অবৈধ নেটজাল ব্যবহার করে সরকারি নিষেধাজ্ঞা অমান্যের মাধ্যমে বাগদা চিংড়ীসহ বিভিন্ন মাছের রেণু আহরণ করা হয়ে থাকে। মাছ আহরণকারীদের থেকে রেণু পোনা ক্রয় করে একটি ভ্যানযোগে মাছের ঘের মালিকদের কাছে বিক্রয়ের জন্য নেওয়া হচ্ছিল। মাছের মালিককে না পেয়ে বিজ্ঞ আদালত মাছগুলো আটক করে পাশের নদীতে অবমুক্ত করার আদেশ দেন। এবং করোনা সংক্রমণ থেকে রক্ষায় সরকারি নির্দেশ অমান্য করায় রেণু বহনকারী ভ্যান চালককে ১০০ টাকা জরিমানা করা হয়। পরে মাছগুলো প্রকাশ্যে নদীতে ছেড়ে দেওয়া হয়।
Please follow and like us: