জেলা পরিষদের উদ্যোগে ৫টি ইউনিয়নে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে দুঃস্থ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়ন, বল্লী ইউনিয়ন, ঝাউডাঙ্গা ইউনিয়ন, ধুলিহর ইউনিয়ন ও ব্রহ্মরাজপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এ নগদ অর্থ প্রধান করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন,‘করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলা পরিষদ। করোনা প্রতিরোধে খাদ্য সহায়তা, নগদ অর্থ সহায়তা, স্বাস্থ সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রমসহ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার মাধ্যমে আজো সেবামূলক কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনা পরিস্থিতির কারণে জেলায় মোট ৩১ লক্ষ টাকা দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রদান করা হবে। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌর এলাকায় ১১ লক্ষ টাকা প্রদান করা হবে। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল প্রমুখ। এসময় সদর উপজেলার ৫টি ইউনিয়নের ২শ’৫০ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় দলীয় ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।