সুশীলন গেস্ট হাউসের ম্যানেজার আপত্তিকর অবস্থায় আটক: মুচলেকা দিয়ে মুক্তি
শুক্রবার রাত ১১ টায় আটলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামে সুশীলনের এক মহিলা এনজিওকর্মীর সাথে দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক থাকায় শুক্রবার রাত ১১ টায় এনজিও কর্মীর ঘর থেকে সুশীলনের গেস্ট হাউসের ম্যানেজার আব্দুল হামিদকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী । পরে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন দিয়ে শ্যামনগর থানার পুলিশের সহযোগিতা নিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে দিয়ে দেয়। নাম বলতে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, স্থানীয়রা আপত্তিকর অবস্থায় আটক করলে পরে আমারা এর সত্যতা পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ থানায় নিয়ে যায়। মুন্সিগঞ্জ ইউপি সদস্য সেলিনা সাঈদের মাধ্যমে থানায় মুসলিকা দিয়ে ছাড়িয়ে আসে।
Please follow and like us: