শ্রাবণ দিনে-জহর হাসান সাগর
কোনো এক শ্রাবণ মেঘের দিনে
হঠাৎ দেখেছিলাম তোমায়,
ভিজচ্ছিলে তুমি হৃদয় আনন্দে
বৃষ্টির নূপুর জড়িয়ে পায়!
আমার দুচোখ গিয়েছিলো থমকে
তোমারই মায়াবী মুখে,
হয়তো সেদিন পারিনি বুঝতে
আমার হৃদয় পড়েছে প্রিয় অসুখে!
এমন প্রিয় অসুখ সে
যার কোনো চিকিৎসা নেই যে,
হয় যে ক্ষত ব্যাকুল হৃদ পুড়ে
অদেখা সেই দহনে!
দেখতাম তোমায় রোজ লুকিয়ে
পারতামনা যেতে তোমার সামনে,
যত ব্যকুলতা ছিলো তোমায় নিয়ে
সবটাই থেকে গিয়েছিলো অন্তরালে!
হঠাৎ একদিন গেলে হারিয়ে
ঠিক যেমন অবেলায় বৃষ্টি আসে,
খোঁজ করেছিলাম আমি হন্নে হয়ে
তবুও তোমার দেখা পাইনি যে!
কেটে গেলো বেশ কয়েকবছর
আর হয়নি দেখা তোমার-আমার
বৃষ্টিভেজা একগুচ্ছ কদম হাতে
আমিও যে আর পারিনি বলতে
খুব বেশি ভালোবাসি তোমায়!
তাইতো বসে শুধু নীরবে কাঁদি
আর তোমার কথা ভাবি কবে
তুমি আসবে ফিরে
আমার এই বুকের মাঝে ।
Please follow and like us: