খুলনায় মৃত করোনা রোগীর লাশ আশাশুনির দরগাহপুরে দাফন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত শেখ সোহরাব আলীর লাশ আশাশুনির দরগাহপুরে এনে দাফন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তার মৃতদেহ খুলনা থেকে নিজ গ্রাম দরগাহপুরে এনে দাফন করা হয়।
মৃত শেখ সোহরাব আলীর পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি জুন মাসের শুরুতে তার কর্মস্থল মানিকগঞ্জে যোগদানের এক সপ্তাহ পরে অসুস্থ হলে সেখানে হোম কোয়ারিন্টাইনে ছিলেন। পরে তাকে মানিকগঞ্জের উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করার জন্য নমুনা প্রদান করা হয়। রিপোর্ট আসার পূর্বেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের পক্ষ থেকে তাকে খুলনায় এনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। শুক্রবার তিনি ইন্তেকাল করলে মৃতদেহ গ্রামে এনে সন্ধ্যা সাড়ে ৭টায় দরগাহপুর কলেজিয়েট স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাফেজ শেখ আবদুস সবুর। এরপর উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক প্রশাসনিক দাফন টিমের মাধ্যমে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা মৃত ব্যক্তির সংস্পর্শে থাকা একটি বাড়ি লক ডাউন ঘোষণা করেছেন।