কালিগঞ্জ উপজেলায় মা-মেয়ে ও ব্যাংক ম্যানেজারসহ পাঁচজনের করোনা পজিটিভ
কালিগঞ্জে ব্যাংক ম্যানেজার ও মা-মেয়েসহ ৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে কালিগঞ্জে মোট ১৯ জন করোনায় আক্রান্ত হলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা ২৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যবিপ্রবি’র ল্যাবে প্রেরণ করা হয়।
এর মধ্যে ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্ত হলেন, উপজেলার নলতা রূপালী ব্যাংকের ম্যানেজার জাহিদুর রহমান (৪৩), উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের মৃত শেখ রেজাউল ইসলামের স্ত্রী মুনজিলা বেগম (৩৭), তার মেয়ে ফাতেম খানম (১৩), কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন মন্ডলের পুত্র তপন কুমার মন্ডল (২৬) ও ভাড়াশিমলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের(হাসপাতাল সংলগ্নে) আজগর আলীর পুত্র সিরাজুল ইসলাম (৫০)। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শনিবার (২৭ জুন) প্রাপ্ত রিপোর্টে ৫ জনসহ এ পর্যন্ত মোট ১৯ জনের করোনা পজিটিভ হয়েছে। কালিগঞ্জ উপজেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেন তিনি।
Please follow and like us: