আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা
আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
করোনা প্রতিরোতে সরকারি নির্দেশনা মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা, অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা কালে, মাস্ক না পরা, সামাজিক দুরত্ব না মানা ও হেলমেট না পরার অপরাধে কমলাপুর গ্রামের জাহাঙ্গীর গাজীর পুত্র সাইদ, রহিমের পুত্র ফিরোজ, জাহঙ্গীরের পুত্র জাহিদকে মাস্ক না পরায়, গোয়ালডাঙ্গা গ্রামের আঃ খালেকের পুত্র ডালিমকে হেলমেড না পরায়, ইজিবাইক চালক গোদাড়া গ্রামের আঃ রউফের পুত্র মুকুলকে সাড়ে ৪ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার অনুমোদন বহির্ভূত বিড়ি বিক্রয়ের অপরাধে আশাশুনি গ্রামের আনিছুরের পুত্র রনিকে বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।