খর্নিয়া সুইচ গেট ভেঙে যাওয়ায় দ্রুত কাজ করার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ড
ডুমুরিয়া খর্নিয়া ২৫ নাম্বারেরপোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার ভেড়ী বাধ হুমকীর সম্মুখীন। খুলনা পানি উন্নয়ন বোর্ডের ২৫নাম্বার পোল্ডারের খর্নিয়া সুইজ ভেঙ্গে গেটের নিজ দিয়ে জোয়ারের পানি ভিতরে ঢুকচ্ছে । এলাকায বাসী জানান যে কোন মুহুর্তে সুইচ গেট ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা।
গেট ভেঙ্গে গেলে ৯টি গ্রাম তলিয়ে যাবে। কোটি কোটি টাকার চিংড়ি মাছের ঘের পানিতে তলিয়ে যাবে।এয়া ছাড়া শাক সবজির ব্যাপক খতির সম্ভবনা রয়েছে। এব্যাপারে আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন
পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী নিকট জানতে চাইলে তিনি জানান আমি নিজে ওখানে যেয়ে দেখে আসছি, সুইচ গেট ভেঙে গেছে, ও রাস্তা ভেঙ্গে ভেঙ্গে নিচের দিকে থেকে ভেঙ্গে পানি প্রবেশ করছে। পুরাতন সুইজ গেট টি মাটি দিয়া ভরাট করে দিবো। তিনি আরো বলেন আগামী রবিবার থেকে সুইচ গেটের কাছ শুরু করে দিবেন ।
Please follow and like us: