আশাশুনিতে পৈত্রিক ভিটেবাড়ির প্রাচীর ভেঙ্গে জবর দখল
আশাশুনি উপজেলার খাজরায় পৈত্রিক সম্পত্তিতে ৫০ বছরাধিক কালের দখলীয় ভিটেবাড়ীর প্রাচীর ভেঙ্গে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
পিরোজপুর গ্রামের মৃত ছহিল উদ্দিন গাজীর পুত্র আব্দুস সামাদ গাজী পিরোজপুর মৌজায় ১৫০ খতিয়ানে ১১৪৮ দাগে ৬৪ শতক পৈত্রিক সম্পত্তিতে ঘরবাড়ি বেধে পূর্বপুরুষ হতে দীর্ঘ ৫০ বছরাধিক কাল বসবাস করে আসছেন। সেখানে তার জমির সীমানায় পাকা প্রাচীর রয়েছে। জমি তার নামে রেকর্ডও হয়েছে। প্রিন্ট পর্চাও (যাতে জমির শ্রেণিতে বাড়ী ও দখল বিষয়ক মন্তব্যে ঘর/৪ লিখিত আছে) প্রকাশিত হয়েছে। জমির ভূমি উন্নয়ন কর যথারীতি প্রদান করে তিনি চেকদাখিলা গ্রহন করে আসছেন। প্রতিপক্ষ মৃত সৈয়দ গাজীর পুত্র মুর্শিদ ও আজিজ, মৃত আমীর গাজীর পুত্র মতিন, মৃত রহিম গাজীর পুত্র ইয়া, আজিজ গাজীর পুত্র বিল্লাল ও লব, মুর্শিদ গাজীর পুত্র আছাদ ও হাসান, মৃত ছমির গাজীর পুত্র সামছুর লোভ ও লাভের বশবর্তী হয়ে উক্ত ভিটেবাড়ী অবৈধ দখলের লক্ষ্যে ষড়যন্ত্র করে আসছে। এনিয়ে ইতিপূর্বে প্রতিপক্ষের বিরুদ্ধে ১৪/৭/২০১৩ তাং থানায় অভিযোগ করেছিলেন। তখন খাজরা ইউপি চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে শালিসে বসলে বিবাদীরা অপরাধ স্বীকার করলে মুচলেকা নিয়ে আপোষ মিমাংসা করে দেন। তারা কিছুদিন শান্ত থাকলেও পরবর্তীতে আবারও ষড়যন্ত্র করতে থাকেন এবং গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল ৪ টার দিকে প্রকাশ্যে বিবাদীরা বেআইনী দলবদ্ধ হয়ে লাঠিশোটা, লোহার রড নিয়ে উক্ত ভিটেবাড়িতে অনাধিকার প্রবেশ করে লোহার গেড ও সীমানা প্রাচীর ভেঙ্গে ৫০ সহ¯্রাধিক টাকার ক্ষতিসাধন করে। এরপর ভিটেবাড়ির জমিতে ঘেরাবেড়া দিয়ে জবর দখল করে। বাদী ও তার পুত্র আব্দুল্যাহ সাকলাইন পলাশ বাধা দিতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতে আসে। এমনকি জীবন নাশের হুমকী দিয়ে এনিয়ে কিছু করলে লাশ গুম করে দেওয়ার আস্ফালন করে। এব্যাপারে তিনি অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবী জানিয়েছেন। বিবাদী পক্ষ প্রাচীর ভাঙ্গার কথা স্বীকার করে বলেন, স্থানীয় সার্ভেয়ার দ্বারা জমি পরিমাপ করে বাদীর সীমানার মধ্যে আমাদের কিছু জমি পাওনা হওয়ায় আমরা প্রাচীর ভেঙ্গে দিয়ে দখল করেছি।