অপেক্ষিত সময়—–হোসনে আরা রিতা
অপেক্ষিত সময়—-
লেখক হোসনে আরা রিতা
অপেক্ষিত সময়
কখন যে আসবে ফিরে,
যদি আমার আঙ্গুলগুলো
হারিয়ে ফেলি তোমার খোলা চুলে …….।
যদি তোমার বুকে
জড়িয়ে ফেলি একটুখানি ভুলে……
তাকে দেখে ঘুচে যেত
দুর্ভাবনা মোর,
জীবন আমার মনে হতো
সুখী দীপ্ত ভোর ।
তার মিলনে পেতাম প্রীতি
তার কুঠিরে আশা,
তার জীবনে পেতাম
জীবন মিটতো প্রাণের তৃষ্ণা ।
কষ্ট একটা মহাপ্রলয়
আকাশের চূঁড়ায় ভাসলেও
হয়ত বোঝা যায় ।
আমি ভাসছি,
কিন্তু আমি আজ
দিশেহারা পাখির ছেরা পালকের মত
ভাসমান পাতাল পুরি ।
কি বাংলা কি ইংরেজি
কিইবা এরাবিয়ান দোয়ার মিছিল ,
আমি কিছুই দেখিনি ,
সময়ের আতংকিত মুহূর্তে ।
আজ ছায়াহীন মাঠের
খরতায় ঝলসে যাওয়া
পাখির পালক ঝাপটানো
কবিতার কালির একটি মাত্র বানি আমি ।
কেন জানিনে মনের
চেতনার কাছে মন,
সংকচিত একবিন্দু বালুকায়
ঝলছে চেতনায়,
ঘুমন্ত চোরাবালি অন্তরালে
আড়ালেই আটকে নেয় অজানায়।
আজকের চাঁদের উঠনে
মন উনুনে থাক বেকি শিশির ভেজা নিড়ে,
এ প্রহর একান্তে এঁকে একেঁ
বেঁকে বেঁকে কতটা পথ এগুবে অজান্তে !
অপেক্ষিত সময় আসবে কখন ও ।
Please follow and like us: