সাতক্ষীরায় র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার এক
সাতক্ষীরা সদরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব-৬)অভিযানে গাঁজাসহ মোঃ সাব্বির হোসেন শুভ (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করে র্যাব।
বুধবার(২৪ জুন)রাতে সদর থানার বাঁশদাহ মাঝের পাড়া গ্রামস্থ বাঁশদাহ বাজারস্থ আরিফ টেলিকম দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে র্যাব।সে সদর উপজেলার বাঁশদহ গ্রামের মোঃ খলিল হোসেনের ছেলে।
র্যাব-৬ সাতক্ষীরার(সিপিসি-১) সিনিয়র এএসপি মো.বজলুর রশীদ জানান, তার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিতিত্বে সাতক্ষীরা সদরের মাঝেরপাড়া গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে । সংবাদ পেয়ে তাৎক্ষনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাহার নির্দেশে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঘটনাস্থলে পৌঁছে গাঁজাসহ মোঃ সাব্বির হোসেন শুভকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা জব্দ করে র্যাব-৬ সদস্যরা
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরার সদর থানায় হস্তান্তর করতঃ মামলা নং-৭৫, তাং-২৫/০৬/২০২০ইং রুজু করা হয়।