আশাশুনিতে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি
আশাশুনিতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি সদরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
মুজিব শতবর্ষে জননেত্রী শেখ হাসিনার আহবান “তিনটি করে গাছ লাগান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলা ছাত্রলীগ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহন করেছে। এরই আওতায় বৃহস্পতিবার কয়েকটি বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা, জয়নাল আবেদিন, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হুসাইন রাজ, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি জুলকাফুল সাজিদ, সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাইমুন ইসলাম তারিখ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাহারুল ইসলাম, নূর মোহাম্মদ শান্ত, শাওন, শামীম, রাফসান, মিজানুর রহমান, তানভীর, অভিজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন।