শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এম মনিরুজ্জামান মনির এর নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর দিকনির্দেশনাই শ্যামনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার গাবুরা,বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, আটুলিয়া, ইউনিয়ন এবং কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর, মৌতলা, ধলবাড়িয়া, রতনপুর, কুশুলিয়া, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সর্বমোট ১৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা সংশ্লিষ্ট ইউনিয়নের নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করা হয়। এ সময় খাদ্য সামগ্রী মহামারী করোনা ভাইরাসের কারণে স্ব-স্ব ইউনিয়ন নেতৃবৃন্দকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে পৌঁছে দেয়ার সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।
এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলায়মান কবির, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, শ্যামনগর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু,কালীগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমির আলী, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকতার ফারুক, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এম. নুরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক এসএম হাফিজুর রহমান বাবু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, শ্যামনগর উপজেলা ছাত্রদল নেতা সুলতান শাহাজান,সাতক্ষীরা পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।