দেবহাটার প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা নির্মানের উদ্বোধন
সাতক্ষীরার দেবহাটাতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ন পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আইআরআইডিপি-২) এর আওতায় প্রায় ৪৪ লক্ষ ৬০ হাজার টাকা ব্যায়ে পারুলিয়ার চালতেতলা রাঙাশিশা ভায়া সন্যাসীর চক পর্যন্ত এক কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মান কাজ শুরু হয়েছে।
বুধবার বেলা ১১ টায় দেবহাটা উপজেলা এলজিইডি অধিদপ্তরের তত্বাবধায়নে নির্মানাধীর কার্পের্টি রাস্তাটির নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুুল গণি। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, সাতক্ষীরা এলজিইডি’র সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।