তালায় এক যুবকের করোনা পজিটিভ
সাতক্ষীরা জেলা তালা তালা উপজেলা খলিলনগর ইউনিয়নে মো. আবু মুসা (৩৪) নামের এক যুবকের করোনা পজিটিভ উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের মো. বখতিয়ার সানার ছেলে।
বুধবার (২৪ জুন) সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় করোনা আক্রান্ত যুবকের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। এ নিয়ে তালা উপজেলায় ৫ নারীসহ মোট ১৮ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। দুইজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় মিজানুর রহমান জানান যে, মুসা নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরিতে কাজ করেন। কিছুদিন আগে বাড়িতে আসলে জ্বর,সর্দি, কাশিসহ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন । এ সময় স্থানীয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গত ১৯ জুন তালা হাসপাতালের কোভিড-১৯ এর পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। মঙ্গলবার তার কোভিড-১৯ এর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই আছেন। এ সময় তালা থানা পুলিশের কুইক রেসপন্স টিম করোনায় আক্রান্ত মুসার বসতবাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি পুনরায় লকডাউন ঘোষণা করেন।
Please follow and like us: