কলারোয়ায় অগ্নিদগ্ধ শিশুর চিকিৎসার ভার নিলেন ইউএনও মৌসুমী জেরীন
কলারোয়ায় অগ্নিদগ্ধ শিশুআব্দুর রহমানের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিলেন নির্বাহী অফিসার। কলারোয়া উপজেলার বাকসা গ্রামের তিন বছরের শিশু সন্তান অগ্নিদগ্ধ আব্দুর রহমানের পরিবারকে ব্যক্তিগত নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিলো কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। বুধবার সকালে নিবার্হী অফিসারের কার্যালয়ে অগ্নিদগ্ধ আব্দুর রহমানের মায়ের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও শিশু খাদ্য সামগ্রী তুলে দেন নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এসময় তিনি শিশু আব্দুর রহমানের অগ্নিদগ্ধ হওয়ার ব্যাপারে এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন। এছাড়াও তিনি সরকারিভাবে সার্বিক সহযোগিতা করার জন্য শিশুটির পরিবারকে আশ্বস্ত করেন।
এসময় শিশুটির অসহায় মা রেক্সনা বেগম নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি গরীব মানুষ অগ্নিদগ্ধ ছেলের সুচিকিৎসা করানোর সামর্থ আমার নেই। ডাক্তার বাবু বলেছেন চিকিৎসার ত্রুটি হলে ছেলেটির একটি হাত নষ্ট হতে পারে। আমার অবুঝ সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তার সুচিকিৎসার জন্য সরকারি সহযোগিতা ছাড়া আমার কোন উপায় নেই।