আশাশুনিতে পুলিশী অভিযানে ৯ জুয়াড়ী আটক
আশাশুনি থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে। আটককৃতদের বুধবার (২৪ জুন) সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেন শেখ, এএসআই মিলন হোসেন অভিযান চালিয়ে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে পাইকগাছার সোলাদানা গ্রামের মোহাম্মদ আলী গাজীর পুত্র মনিরুল ইসলাম, আশাশুনি বড়দল গ্রামের মেরাজ ঢালীর পুত্র বাবু ঢালীকে বড়দল এলাকা হতে আটক করেন। এব্যাপারে থানায় জুয়া আইনে ১৩(৬)২০২০ নং মামলা রুজু করা হয়। অপরদিকে এএসআই মিলন হোসেন ও এসআই বিল্লাল হোসেন শেখ জুয়া খেলার অপরাধে শ্রীধরপুর গ্রামের আঃ গনি গাজীর পুত্র জিল্লাপ হোসেন গাজী, নাসির উদ্দিনের পুত্র মহিবুল্লাহ, মাহমুদ আলী গাজীর পুত্র আব্দুল্লাহ আল মামুন, মৃত আমির আলী গাজীর পুত্র ফজলুল করিম, ছাকাত সরদারের পুত্র হাফিজুল ইসলাম ও চাঁদ আলী গাজীর পুত্র মিজান গাজীকে একই এলাকা হতেতে আটক করেন। এব্যাপারে জুয়া আইন ১৪(৬)২০২০ মামলা রুজু করা হয়েছে।