আশাশুনিতে করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের অভিযান
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আশাশুনি থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করেছে। বুধবার বিকালে উপজেলার বুধহাটা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করা, জেলা প্রশাসন ঘোষিত নির্ধারিত সময়ের পরে ও আগে দোকান পাট না খোলা, অহেতুক পথেঘাটে ঘোরা-ফেরা বন্ধ, একত্রে বসে আড্ডা দেওয়া বন্ধ করতে এ অভিযান চালান হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই হাসানুজ্জামানসহ পুলিশ দল নির্ধারিত সময়ের পরে দোকান খোলা থাকায় বুধহাটা বাজারে অভিযান পরিচালনা করেন। মুহুর্তের মধ্যে সকল দোকান পাট বন্ধ করা হয়, বাজারে থাকা মানুষ ছুটে ও দ্রুত বাজার ত্যাগ করে বাড়িতে চলে যায়। এসময় মাইকে সরকারি নির্দেশনা সম্পর্কে ঘোষণা প্রদান করে সকলকে আইন মানতে সচেতন করা হয়।