আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে সৈয়দ আমিনুর রহমান বাবু’র আর্থিক সহায়তা
ঘূর্ণিঝড় আম্পানে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে কয়েক ঘরবাড়ি ও গাছপালা। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম।
আজ বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের সহযোগিতায় এ আর্থিক সহায়তা হিসেবে নগত অর্থ প্রদান করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এসএম আশরাফুল ইসলাম, ইব্রাহিম খান বাবু, ঈসমাইল হোসেন প্রমুখ। উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবার এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারে নিজ উদ্যোগে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্য্যাহত রেখেছেন তিনি।
Please follow and like us: