শ্যামনগরের স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীসহ চার ব্যক্তি করোনায় আক্রান্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত দুই স্বাস্থ্যকর্মী সহ একই দিনে চার ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের গুদাম সংরক্ষক (ষ্টোর কিপার) শংকর কুমার মলিক, স্বাস্থ্য সহকারী (এইচএ) আব্দুল্লাহ ফরুক সবুজ এবং ফ্রেন্ডশীপ হাসপাতালের পাচককারী (রাধুনী) আইনুল হক ও গাড়ী চালক সায়েদ।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ইউএইচএ) ডাঃ অজয় কুমার সাহা বলেন, ১৭ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনায় পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে তাদের শরীরে করোনা ভাইরাসের (কোভিট-১৯) ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এ নিয়ে উপজেলায় ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম. আবুজর গিফারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করা হয়েছে।