জেলায় যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু’র উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩জুন) বাঁকাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু সাতক্ষীরায় নিজ উদ্যোগে মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, পৌর যুুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাংগঠনিক শেখ আনোয়ার হোসেন (আল আমিন), রকিব হোসেন, এসএম আশরাফুল ইসলাম, মো. ইমরান হোসেন, সৈয়দ রাশেদুজ্জামান টগর, শিমুল, লিটু, সেলিম, রহিম, ঈসমাইল হোসেন প্রমুখ। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় এই কর্মসূচির অংশ হিসেবে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলকায় বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে। স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনে পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি। আর ভারসাম্যপূর্ণ ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা বৃক্ষের। বৃক্ষ শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়; বরং ধর্মীয় কারণেও মানুষের বৃক্ষরোপণ করতে হবে।’
Please follow and like us: