বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বের এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ৫ হাজার ৫৯৬ জন ছাড়িয়েছে। মারা গেছেন চার লাখ ৬৮ হাজার ১৬৪ জন। সুস্থ হয়ে উঠেছে ৪৭ লাখ ৮৬ হাজার ৬০৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনার রোগী সনাক্ত হয়। ২৫ সপ্তাহ তথা ১৭৫ দিনের মাথায় আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়ালো। গড় হিসাবে প্রতিদিন আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৫১ হাজার করে।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৪৭ হাজার ৭১৩ জন। মরা গেছে ১ লাখ ২২ হাজার ১৬৪ জন।
দ্বিতীয় সর্বোচ্চ ১০ লাখ ৭৩ হাজার ৩৭৬ জন আক্রান্ত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। মারা গেছে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ হাজার ১৮২ জন।
রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৬৪০ জন। ভারতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন। যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৪ হাজার ৩৩১ জন। সেখানে মৃতের সংখ্যা ৪২ হাজার ৬৩২ জন।
স্পেনে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৩৫২ জন। মারা গেছে ২৮ হাজার ৩২৩ জন। পেরুতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫১ হাজার ৩৩৮ জন, মৃত ৭ হাজার ৮৬১ জন। চিলিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৩৫৫ জন (৪,৪৭৯ জন মৃত)। ইতালিতে ২ লাখ ৩৮ হাজার ৪৯৯ ও ইরানে ২ লাখ ৪ হাজার ৯৫২ জন আক্রান্ত হয়েছে।
এ ছাড়া লক্ষাধিক আক্রান্ত হয়েছে জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব, বাংলাদেশ ও কানাডায়।