কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপির হত-দরিদ্রর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় সাত শতাাধিক হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনো পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার কলারোয়ায় সাত শতাধিক কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কলারোয়া পৌরসভার কোল্ডষ্টোরেজ মোড়ে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দীন, সাধারন সম্পাদক আব্দুর রকিব মোল্যা, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সহ-সভাপতি শেখ এখলাকুর রহমান শেলী, উপজেলা যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, কৃষকদল সভাপতি আশরাফ হোসেন প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব এ সময় বলেন, সরকার দুঃস্থ মানুষের কাছে যথাযথভাবে সেবা দিতে পারছে না। এমনকি করোনা আক্রান্তদের চিকিৎসায়ও ঘাটতি দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, বিএনপি জনগনের পাশে আছে এবং থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা জেলাব্যাপী এই ত্রান বিতরন কর্মসূচী চলবে। তিনি করোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার এবং নিজ নিজ বাড়িতে অবস্থানের আহবান জানান।