সে দিন ছিল শুক্রবার-হোসনে আরা রিতা
সে দিন ছিল শুক্রবার
হোসনে আরা রিতা
1971 সালের 16 ডিসেম্বর
হাতে হাত রেখে
দু’জন বসে ছিলাম,
চারিদিকে থমথম পরিবেশ।
কেমন জানি শব্দ চারিদিকে
ভীষন ভয় করছে,
দু’জন দু’দিকে তাকালাম
পায়ের শব্দ শুনতে পাচ্ছি।
কেউ একজন এসে
নন্দনলাল কে ধরে নিয়ে গেলো
কোথায় নিয়ে গেল তা আজও জানি না।
বসে আছি সেই থেকে
আমি জানি তুমি আসবে
পূর্ণিমার চাঁদ হয়ে ,
আমায় ছুঁয়ে দিতে অথবা
ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে ৷
আমি জানি তুমি আসবে,
বিকেলের রংধনু দিয়ে
আমায় রঙিন করে সাজাতে
অথবা শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে ৷
আমি জানি তুমি আসবে,
শরতের কাশফুল হয়ে
মনটা আমার দোলাতে অথবা
বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে ।
আমি জানি তুমি আসবে,
শিশির ভেজা নরম তুলতুলে
ঘাসে হাটবে সহসা আমাকে নিয়ে ।
আজ কত বছর পার হলো
তুমি তো এলে না গো,
আমি সেই –সেই যে বসে আছি সানঘাটে ।
তোমারী অপেক্ষাতে।
Please follow and like us: