বেতনা নদীর জোয়ার ভাটায় ভাসছে কুল্যার শ্মশান ঘাট
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুল্যা রাজবংশী পাড়ার একমাত্র শ্মশান ও সমাধীস্থল বেতনা নদীর জোয়ারের পানিতে তলিয়ে যায় প্রতিদিন। পূর্ব পুরুষদের শেষ স্মৃতি সমাধীস্থল তলিয়ে যাওয়ায় শ্মশান ব্যবহার ও সমাধির কাজ বিঘ্নীত হয়ে থাকে।
স্থানীয়রা জানান, হাজারও বেদনা বুকে চেপে রেখে প্রতিদিন সমাধীস্থল প্লাবিত হওয়ার দৃশ্য দু’নয়নে দেখাা ছাড়া আর কোন উপায় থাকেনা তাদের। তারা দুঃক্ষ প্রকাশ করে বলেন, অনেকে শ্মশান ও সমাধীস্থল উচু করণ সহ বাউন্ডারী ওয়াল দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। যোগাযোগ করলেও কেউ কেউ ব্যস্ত আছি বলে জানিয়ে থাকেন। রাজবংশী পাড়ার ভীম মন্ডল জানান, রাজবংশী পাড়ার সনাতন ধর্মীয় মৃত ব্যক্তিদের শেষকৃত্য করতে কোন কোন সময় শ্মশান থেকে জোয়ারের পানি নেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। জোয়ারের পানি নেমে গেলে কাদা পানিতে মরদেহের মুখাগ্নি করে শেষকৃত্য সম্পন্ন করতে হয় তাদের। এমতাবস্থায় শ্মশান ও সমাধীস্থল সংস্কারের জন্য সরকারী সহায়তা পেতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন রাজবংশী পাড়ার সনাতন ধর্মীয় সাধারণ মানুষ।