বিশ্ব স্বাস্থ্য সংস্থা: করোনাভাইরাস নতুন ও বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে
বিশ্বে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। আক্রান্তের হিসেবে একদিনে এটি সর্বোচ্চ সংখ্যা।
শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম গ্রেব্রিয়েসাস এ তথ্য জানিয়েছেন। এ সময় তিনি বলেন, সংক্রমণ বাড়ার মধ্যেও লকডাউনে মানুষ বিরক্ত হয়ে পড়ায় বিশ্বে করোনাভাইরাসের মহামারির একটি ‘নতুন ও বিপজ্জনক ধাপে’ প্রবেশ করেছে। খবর ফোবর্স
তিনি আরও বলেন, ভাইরাসটি এখনো দ্রুত তার বিস্তার ঘটিয়ে চলেছে, এটা এখনো প্রাণঘাতী এবং বেশিরভাগ মানুষ এখনো সংক্রমণ সংবেদনশীল অর্থাৎ অনেকের দেহেই ভাইরাসটির সংক্রমণের শঙ্কা রয়ে গেছে। আমেরিকা ছাড়াও সর্বোচ্চ সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৮১৮ জন। আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৫০ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৬ লাখ ২০ হাজার ৩৭৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
আধানম গ্রেব্রিয়েসাস বলেন, এখনো পর্যন্ত করোনাভাইরাসের কোনো টিকা নেই। যদি কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়, তবে সেটিই হবে করোনা মোকাবিলায় প্রথম টিকা।