বাড়ী থেকে বের হয়ে পাড়ি দিতে হয় কুল্যার অর্ধশত পরিবারকে
আশাশুনি উপজেলার অর্ধশত পরিবারকে নিজ বাড়ী থেকে বাইরে বের হতে হাটু কাঁদা পাড়ি দিয়ে হয়। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
কুল্যা গ্রামের রাজবংশী পাড়ার নূর আলী সরদারের বাড়ী থেকে রনজিৎ বিশ্বাসের বাড়ী পর্যন্ত এবং লিটিল পাড়ের মুদি দোকান থেকে অনন্ত সরকারের ছেলে সন্যাসী সরকারের বাড়ী পর্যন্ত রাস্তাটি কাচা। রাস্তাটি বর্ষা মৌসুমে হাটু কাদায় পরিনত হয়। রাজবংশী পাড়ার ভীম মন্ডল জানান, বাড়ী থেকে বাইরে যেতে বা বাইরে থেকে বাড়ী আসতে হাটু কাঁদা পাড়ি দিতে হয় তাদের। বাড়ীর শিশু থেকে বৃদ্ধদের পচা কাদা ঠেলে পুকুরে, দোকানে, এক বাড়ি থেকে অন্য বাড়ি, স্কুল, মাদরাসা, হাট-বাজারে যেতে হয়। গৃহিনী রাধা রানী জানান, গবাদী পশুগুলো অতি কষ্টে কাদা পার করে মাঠে পাঠাতে হয়। বাড়ীর সামনের সড়কে কাদা পানি থাকায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বছরে পর বছর এলাকার সড়কগুলোর কোন পরিবর্তন হয়নি। পরিবারগুলো রয়ে গেছে অবহেলিত, দুর্দশাগ্রস্ত ও বিপদাপ্ন্ন। রাস্তাগুলো পাকাকরণ অথবা আপাতত ইটের সোলিং করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।