ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মাঝে লিডার্সের খাদ্য উপহার বিতরণ
সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্ত আশাশুনির মানুষকে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০ টায় লিডার্স বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” প্রকল্পের আওতায় আশাশুনি সদর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ২০৫ পরিবারের মাঝে খাদ্য উপহার প্রদান করা হয়।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের প্রত্যক্ষ শিকার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের তান্ডবে উপকূলীয় এলাকাবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। টেকসই বাঁধ না থাকায় প্রতিবছর জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নদীর পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফানে বাঁধ ভেঙ্গে এ এলাকার মানুষ মাথা গোজার ঠাঁইটুকু হারাতে বসেছে। অধিকন্তু খাদ্য ও সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলীয় জনগণ। এসব পরিবারকে প্রতি পরিবারের জন্য চাল ১০ কেজি, ডাল ১ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, লবণ-১ কেজি, সাবান ১ টি, মাস্ক ৩টি, স্যানিটারী ন্যাপকিন ১ প্যাকেট, স্যালাইন ৪ প্যাকেট করে প্রদান করা হয়। সামাজিক দূরত্ব মেনে এই কর্মসূচী পালন করা হয়। আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে খাদ্য উপহার তুলে দেন। এছাড়া গত ২৮ মে থেকে আশাশুনি সদর ইউনিয়নে প্রতিদিন ৪০০০ লিটার সুপেয় পানি বিতরণ অব্যাহত রয়েছে।