আট খেলোয়াড় ও ৩৬ ওভারের নতুন ক্রিকেট নিয়ে এলো দক্ষিণ আফ্রিকা
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে মাঠে ফিরছে ফুটবল। আগামী মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটও। এছাড়া নিজ দেশে ক্রিকেট ফেরাতে ধীরে ধীরে এগোচ্ছে বিভিন্ন বোর্ড। এরই মধ্যে নতুন ধরণের ক্রিকেট নিয়ে হাজির হয়েছে দক্ষিণ আফ্রিকা।
সলিডারিটি কাপ নামের নতুন এক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। চলতি মাসের ২৭ তারিখ মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত এই কাপে সমস্ত রকম সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে প্রোটিয়া ক্রিকেট। যথারীতি ফাঁকা স্টেডিয়ামে খেলা হলেও একদমই অন্যরকম ফরম্যাটে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
সলিডারিটি কাপের প্রতিটি ম্যাচ হবে ৩৬ ওভারের। মোট তিনটি দল খেলবে এই র্টুনামেন্টে। দলগুলোর অধিনায়ক হিসেবে থাকবেন যথাক্রমে কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। প্রতিটি দলে খেলোয়াড় থাকবেন ৮ জন করে।
অন্য ধরণের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে ১২ ওভার করে ব্যাট করবে। এক জন বোলার বল করতে পারবে সর্বোচ্চ ৩ ওভার। ৩৬ ওভারের ম্যাচকে দুই ভাগে ভাগ করা হবে। প্রথমার্ধে যে দল বেশি রান করবে দ্বিতীর্য়াধে সেই দলই আগে ব্যাট করবে।
এই ম্যাচগুলোতে দলের শেষ ব্যাটসম্যান ইনিংস শুরু করবেন। যদি প্রথম ইনিংসে কোনো দলের সাতটি উইকেট পড়ে, তাহলে শেষ ব্যাটসম্যান সেখান থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করবেন। খেলা শেষে রানের ভিত্তিতে দলগুলোকে সোনা, রুপা এবং ব্রোঞ্জ পদক দেয়া হবে।