তুমি আমাকে কষ্ট দাও —-হোসনে আরা রিতা
তুমি আমাকে কষ্ট দাও
—-হোসনে আরা রিতা
তুমি কোন অরন্যের পাখি,
কোথায় তোমায় রাখি,
এসো ‘আমার ঘরে জোছনাকুমারী লয়ে।
তুমি কোথায় থাক? প্রানের প্রাণ।
একটুখানি হাসো, আমায় ভালোবাস।
নীল পদ্ম পাতায়, তোমার নাম, আমি যতদূর ‘যাই
সাজাবো স্বপ্ন তোমায় নিয়ে
আমি বার বার জ্যোৎস্নাময়ী ধরি, শুধু তোমার জন্য।
অকৃত্রিম বন্ধু খুঁজি সাথে নিব বলে,
কিন্তু বড়ই সমস্যা সাধু পাইনা, কোথাও।
আষাঢ়ের বৃষ্টি ভেজা কদম তুমি…
আমাকে একটু জল দাও,স্বপ্ন দাও, আমি তোমাকে মধু দেব।
দেব বুক ভরা ভালোবাসা।
তুমি আমার জান, তুমি রাখ আমার মান,
তোমাকে স্বপ্ন দেব,নক্ষত্র দেব, দেব স্বর্গের চাঁন,
তুমি আমার ভালোবাসা কেনো যে দাও বুকে ব্যাথা?
Please follow and like us: