ডুমুরিয়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে প্রশিক্ষণ
ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কত্তৃক আয়োজনে ভুলটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার সকাল ৯টার সময় সামাজিক দূরত্ব ও সাস্থ্যবিধি মেনে এলাকার কৃষকদের নিয়ে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিন ব্যপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন। এ সময় তিনি তার বক্তব্যে কন্দাল ফসলের গুরুত্ব, কিভাবে আধুনিক পদ্ধতিতে কন্দাল ফসল উৎপাদন করা যায়, কন্দাল ফসলের বিভিন্ন আধুনিক জাত, রোগ, পোকা, সুষম সারের ব্যবহার, চারা তৈরির কৌশল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে তরুন কৃষক মোঃ তরিকুল ইসলাম এই প্রতিবেদককে বলেন এই প্রকল্পের মাধ্যমে আমরা কন্দাল ফসল সম্পর্কে বিস্তারিত জানতে পারছি ফলে আমরা আগের চেয়ে বেশি কন্দাল ফসল উৎপাদন করতে পারছি। তিনি আরও বলেন এর মাধ্যমে সহজেই স্বাবলম্বি হওয়া যায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার মেহেদী হাসান, উপসহকারী কৃষি অফিসার, শিখারানী, এবং ৩০ জন কৃষক কৃষাণী।
অনুষ্ঠান শেষে, উপস্থিত সকল কৃষানীর মাঝে ৫শত টাকা ভাতা এবং যাতায়াত ১ শত ৫০টাকা হিসাবে মোট ৬ শ ৫০ টাকা বিতরণ করা হয়।
Please follow and like us: