বাংলাদেশকে আরো ১৭ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে আরো ১৭ কোটি ৩০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাস মোকাবিলায় এ অর্থ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মিলার বলেন, ইউএসএআইডি’র মাধ্যমে নতুন তহবিলের আওতায় ঢাকা শহরের সুবিধাবঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়াও শহরের কল্যাণপুর ও সাততলা বস্তি এলাকায় বসবাসকারী দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা দেয়া হবে।
এছাড়াও মহামারিতে ক্ষতিগ্রস্ত বাজার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে অর্থ ব্যয় হবে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
তিনি বলেন, এই তহবিলের আওতায় জনসমাজ পর্যবেক্ষণ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম উন্নত করা এবং এই রোগ বিষয়ে জনসচেতনতা এবং গুজব ও ভুল ধারণা দূর করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমগুলোর সহায়তা বাড়ানো হবে।