ডুমুরিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে টিপনা শেখ পাড়া শেখ মন্জুরের বীজ প্রসেসিং সেন্টারের সামনে মঙ্গলবার বিকাল ৩ টার সময় কৃষক শেখ মন্জুরের সভাপতিত্বে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম, পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন। তিনি তার বক্তব্যে বলেন কিভাবে আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদন করা যায়, ধানের বিভিন্ন আধুনিক জাত, ধানের রোগ, পোকামাকড়, সুষম সারের ব্যাবহার, রগিং, ধানের গুনগতমান সহ বীজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় কৃষক শেখ বুরহান উদ্দিন এই প্রতিবেদককে বলেন এই প্রকল্পের মাধ্যমে আমরা সর্বশেষ অবমুক্ত জাত পাচ্ছি ফলে আমরা আগের চেয়ে বেশি ধান উৎপাদন করতে পারছি। কৃষক সরোয়ার সর্দার বলেন, প্রকল্প থেকে প্রশিক্ষন ও প্রদর্শনী পেয়েছি এখন আগের চেয়ে বেশি ফলন পাচ্ছি, আমি প্রকল্পকে ধন্যবাদ জানাই। সভায় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ রবিউল বিশ্বাস, মোঃ ইকবাল হোসেন, মোঃ রেজাউল ইসলাম এবং ৬০ জন কৃষক কৃষাণী।
সভাশেষে, উপস্থিত সকল কৃষানীর মাঝে ৪শত নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার মোঃ রবিউল বিশ্বাস।
Please follow and like us: