আত্রাইয়ে সন্ত্রাসি হামলার শিকার সাংবাদিক
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, আশুলিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শিফাত মাহমুদ ফাহিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ ১৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে তার বাড়ি নওগার আত্রাই সেভেন স্টার শপিং কমপ্লেকের সামনে প্রকাশ্যে সন্ত্রাসি সোহেল ও এনামুলের নেতৃত্বে হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর করে ক্যামেরা ও মোবাইল ফোনটি ভেংগে ফেলেন।
হামলায় তার শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্বার করে আত্রাই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। আত্রাইয়ের পুলিশ প্রশাসনের নিকট অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনারও দাবি করেন।
এদিকে আহত সাংবাদিক ফাহিম বিএমএসএফকে জানিয়েছেন একটি সরকারি কাজের তথ্য চাওয়ায় ভুয়া ডাক্তার হামিদুল ও মামুনের নির্দেশে হামলার ঘটনাটি ঘটে। সংবাদ করোনাকালীন সময়ে এলাকায় গিয়ে লকডাউনে আটকা পড়েন। ফাহিম বাংলা টাইমস পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জয়যাত্রা টিভির আশুলিয়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন।