সুশান্তের শেষকৃত্য আজ
সবাইকে স্তম্ভিত করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন সুশান্ত সিং রাজপুত। শোকবিহ্বল বিনোদন, ক্রীড়া থেকে শুরু করে আপামর দেশবাসী। বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অন্ত্যেষ্টি হতে চলেছে আজ। সুশান্তের বাবা ও পরিবারের অন্যান্যরা ইতোমধ্যেই পাটনা থেকে মুম্বাই পৌঁছেছেন।
এর আগে রোববার সকালে সুশান্তের বাড়ির পরিচারকের ফোন পায় মুম্বাই পুলিশ। বাড়িতে এসে অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তারা। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে অভিনেতার বাড়ি থেকে। সুশান্তের মামা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তার দাবি, এটা হত্যা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন তিনি।
অভিনেতার মামা আরসি সিং বলেন, এটা মার্ডার কেস। বিহারের যুব সম্প্রদায় ও রাজপুত মহাসভা ঘটনার সিবিআই তদন্ত চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছি, এই মৃত্যুর তদন্ত সিবিআইকে দেয়া হোক।
এদিকে আজ সকালে সামনে এলো সুশান্তের মৃত্যুর কারণ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। যেখানে এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেই উল্লেখ করা হয়েছে। এছাড়া মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ-এর একটি টিম ইতোমধ্যেই সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে দায়িত্ব নিয়েছে। তদন্তের স্বার্থেই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সুশান্তের ফ্ল্যাটের বিভিন্ন প্রান্ত খতিয়ে দেখছে।