সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত ৭৮ জন
সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৭৮ জন করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। করোনায় আক্রান্ত ৭৮ জনের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৯ জন ,আশাশুনিতে ৪ জন,দেবহাটায় ২৭ জন,কালীগঞ্জে ৪ জন,তালা ১১ জন,শ্যামনগরে ৩ জন ও কলারোয়া ১০ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৯০২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৭৮ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে। এদের মধ্যে ১১ জন সুস্থ্য হয়েছে। সাতক্ষীরা জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ২৬ শে এপ্রিল।
তিনি আরো বলেন,এখনো পর্যন্ত সাতক্ষীরা জেলায় ১১ জন রুগী করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। কিন্তু তাদের নমুনা পাঠানো হলে ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে আর ১ জনের রিপোর্ট এখনো আসেনি।