সাতক্ষীরায় হেড সংস্থার আয়োজনে ওয়ার্কার্স গিল্ডের প্রতিনিধি সভা
হেড সংস্থার আয়োজনে ও একশান এইড বাংলাদেশের সহযোগিতায় সাতক্ষীরায় ওয়ার্কার্স গিল্ডের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় কাটিয়া বাজারস্থ হেড সংস্থার কার্যালয়ে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্কার্স গিল্ড সাতক্ষীরার সভাপতি জামাল আহমেদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন। তিনি বলেন, করোনায় কর্মহীন শ্রমিকদের দুর্দশা, সমস্যা ও সমাধান নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পেরে সত্যিই ভালো লাগছে। আপনারা দেশের সম্পদ। আপনাদের কাছে জেলার মানুষ অনেক কিছু আসা করে; এজন্য আপনাদের বেঁচে থাকা দরকার। আপনাদের সকলকে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ কর্মস্থলে কাজ করার আহবান জানানোর পাশাপাশি আপনাদের ট্রেড ইউনিয়েনর সকল প্রতিনিধিদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার অনুরোধ করি। তিনি আরও বলেন, বিগত দিনে আমরা কর্মহীন শ্রমিকদের খাদ্য সহায়তার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। সামনে আবারও করার চেষ্টা চলমান রয়েছে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন সাতক্ষীরার আহবায়ক ফাহিমুল হক কিসলু, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার চীফ রিপোর্টার মুনসুর রহমান, নিউ আব্দুল্লাহ ফুডের সত্ত্বাধিকারী মুজিবর রহমান। এছাড়াও ওয়ার্কার্স গিল্ড সাতক্ষীরার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের স ালনায় সভায় মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন একশান এইড বাংলাদেশের প্রতিনিধি আসমা আক্তার, সাতক্ষীরা জেলা হোটেল রেস্তোরা ও বেকারী শ্রমকি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাচ্চু, সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হাসান, সদর উপজেলা সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফ্ফার হোসেন, স্বর্ণ ছাই মাটি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সদর উপজেলা ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়ের সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি জুম্মান আলী সরদার। এ সময় সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল ইসলাম, সদর উপজেলা টাইলস্ মোজাইক শ্রমকি ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সদস্য মফিজুল ইসলাম, হেড সংস্থার প্রোগ্রাম কো-অডিনেটর শামীমুল ইসলাম সোহাগ ও প্রোগ্রাম অফিসার মনির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।