শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত
মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন বলেছিলেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি নেই। তাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামীকাল দুই মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবো।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
Please follow and like us: