ইয়েলো জোনে সাধারণ ছুটি নয়
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ইয়েলো নয় শুধু রেড জোনে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত বা বেসরকারি দফতর এবং রেড জোনে বসবাসকারী এসব দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবে।
সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশোধিত এ নির্দেশনা জারি করা হয়েছে।
এর আগে বিকেলে জারি করা নির্দেশনায় রেড এবং ইয়েলো জোনে ছুটি থাকার কথা বলা হলেও পরে তা সংশোধন করে পুনরায় সংশোধিত নির্দেশনা জারি করা হয়।
বেশি আক্রান্ত এলাকাকে রেড, অপেক্ষাকৃত কম আক্রান্ত এলাকাকে ইয়োলো ও একেবারে কম আক্রান্ত বা আক্রান্ত মুক্ত এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে।
রেড জোনকে লকডাউন করা হবে, ইয়োলো জোনে যেন আর সংক্রমণ না বাড়ে সেই পদক্ষেপ নেয়া হবে। সতর্কতা থাকবে গ্রিন জোনেও। লকডাউনের মেয়াদ হবে ১৪ থেকে ২১ দিন পর্যন্ত।