ইতালী প্রবাসী খাবার পৌছে দিলেন শ্যামনগরের পানিবন্দি মানুষকে
কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামের মৃত্যু আলহাজ¦ আব্দুল কাদের মোড়লের পুত্র ইতালী প্রবাসী রনি আহম্মেদ (শফিউল্ল্যাহ) খাবার পৌছে দিলেন শ্যামনগরের গাবুরার পানিবন্দি মানুষের দোরে দোরে। গত ২০ মে ২০২০ তারিখের প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বেঁড়িবাধ ভাঙ্গনে বিলিন হয়ে যায়। বাড়ীঘর হারা পানিবন্দি হয়ে কোন রকম মানবতার জীবন যাপন করছে গাবুরা ইউনিয়নের মানুষ। এক দিকে মহামারি করোনা ভাইরাস্ অন্য দিকে বাড়ীঘর হারা এই গাবুরার অসহায় মানুষ।
জানাগেছে যে, ইতালী প্রবাসী রনি আহম্মেদ (শফিউল্ল্যাহ) এমন ধরেন মানবতার জীবনযাপনের দৃশ্য দেখে ইতালী বসে( ১৫ জুন) সোমবার ২০২০ তারিখ দুপুর ২টার সময়ে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নিবেদিত প্রান কর্মী, উদীয়মান ছাত্রনেতা শেখ ফাহিম, তার সুহৃদ বন্ধু, সহকর্মীগন ও ইতালী প্রবাসী রনি আহম্মেদ (শফিউল্ল্যাহ) এর ভাগ্নে ভেটখালী গ্রামের জি.এম. আল-ফারুকের পুত্র কামরুজ্জামান লিটনের মাধ্যমে গাবুরার ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসমগ্রী পাঠিয়ে দেন। সামজিক দূরাত্ব বজায় রেখে বিভিন্ন খাদ্য সমগ্রী বিতরন করা হয়েছে।
ইতালী প্রবাসী রনি আহম্মেদ (শফিউল্ল্যাহ) বলেন, আমি ইতালী বসে আমার এলাকার এমন ধরনের দৃশ্য দেখে আমি আর বসে থাকতে পারলাম না। আমি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সমগ্রী পাঠিয়েছি। পরিস্তিতি বুঝে পরে আমি তাদের সাহায্যে করার চেষ্টা করবো।